বাংলাদেশ পরিচিতি
১.বিভাগ - ৮ টি, জেলা- ৬৪ টি।
২.সিটি কর্পোরেশন- ১২টি। সর্বশেষ ময়মনসিংহ।
৩.থানা- ৬৩৯ টি। সর্বশেষ থানা মাধবদী, নরসিংদী ও মহিপুর, পটুয়াখালী।
৪.উপজেলা - ৪৯১ টি। সর্বশেষ ও ৪৯১ তম উপজেলা কুমিল্লার লালমাই।(অনুমোদনঃ ৯ জানুয়ারি, ২০১৭)
৫.পৌরসভা - ৩২৭ টি। সর্বশেষ ও ৩২৭ তম পৌরসভা চট্রগ্রামের দোহাজারি। (অনুমোদনঃ ৯ জানুয়ারি, ২০১৭)
৬.ইউনিয়ন - ৪৫৬২ টি।
৭.গ্রাম- ৮৭৩৭২ টি।
৮.জনসংখ্যা- ১৫.৮৯ কোটি ও বৃদ্ধির হার ১.৩৭%।
৯.জনসংখ্যার ঘনত্ব- ১০৭৭ জন।
১০.পুরুষ মহিলা অনুপাত - ১০০.৩ : ১০০।
১১.জন্মহার- ১৮.৮ জন ও মৃত্যুহার- ৫.১ জন। (প্রতি হাজারে)
১২.শিশু মৃত্যুহার- ২৯ জন। ( প্রতি হাজারে)
১৩.গড় আয়ু- ৭০.৯ বছর। (পুরুষ ৬৯.৪০ ও মহিলা ৭২.৩)
১৪.স্বাক্ষরতার হার - ৬৩.৬%। (পুরুষ ৬৫.৬% ও মহিলা ৬১.৬%)
১৫.মাথাপিছু আয়- ১৬০২ মার্কিন ডলার।
১৬.মাথাপিছু বৈদেশিক ঋণ - ১৬৯ মার্কিন ডলার।
১৭.জিডিপি প্রবৃদ্ধি- ৭.২৪।
১৮.দরিদ্রতার হার - ৩১.৫০%।
১৯.আন্তর্জাতিক অনুদান নির্ভরতা- ২%।
২০.শ্রমশক্তি - ৬.১০ কোটি। (পুরুষ ৪.৩ ও নারী ১.৮ কোটি)
২১.VAT এর হার- ১৫%।
২২.পাটকল- ২৭ টি। (চালু আছে ১৮ টি)
২৩.সরকারি বস্ত্রকল- ১৮ টি।
২৪.চিনিকল- ১৫ টি।
২৬.সার কারখানা -১৫ টি, সরকারি ৮ টি।
২৭.সিমেন্ট কারখানা- ১৪ টি। (সরকারি ৫ টি)
২৮.জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা- ৩ টি।
২৯.অস্ত্র কারখানা - ১ টি।
৩০সরকারি ইপিজেড- ৮ টি।
৩১.নদী বন্দর - ৩০ টি।
৩২.সমুদ্রবন্দর - ৩ টি। সর্বশেষ সমুদবন্দর পায়রা, পটুয়াখালী।
৩৩.নিবন্ধিত গার্মেন্টস - ৭৫০০ (প্রায়)
৩৪.বাংলাদেশ ব্যাংকের শাখা - ১০ টি। সর্বশেষ শাখা ময়মনসিংহে।
৩৫.মন্ত্রিসভার সদস্য- ৫১ জন। (পূর্ণমন্ত্রী ৩১ জন, প্রতিমন্ত্রী ১৮ জন ও উপমন্ত্রী ২ জন)
৩৬.মন্ত্রিসভায় নারী সদস্য - ৫ জন।
৩৭.মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী- ৩ জন।
৩৮.নিবন্ধিত রাজনৈতিক দল- ৪১ টি। (সর্বশেষ নিবন্ধিত দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট)
৩৯.মোট ব্যাংক - ৫৮ টি। (রাষ্টীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ৬ টি, বিশেষায়িত ব্যাংক ৩ টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৩৯ টি ও বৈদেশিক ব্যাংক ৯টি)
৪০.ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান - ৩৪ টি।
৪১.সরকারি বিমা প্রতিষ্ঠান - ২ টি।
৪২.কাগুজে নোট - ৯ টি।
৪৩.ব্যাংক নোট- ৫ টি।
৪৪.জাতীয় সংসদে স্থায়ী কমিটি - ৫০ টি। (মন্ত্রণালয় সংক্রান্ত ৩৯ টি ও সংসদ সম্পর্কিত ১১ টি)
৪৫.শিক্ষা বোর্ড - ১১ টি। সর্বশেষ শিক্ষা বোর্ড ময়মনসিংহ শিক্ষা বোর্ড। (অনুমোদনঃ ১২ জানুয়ারি, ২০১৭)
৪৬.সরকারি বিশ্ববিদ্যালয় - ৪০ টি। (সর্বশেষ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ )
৪৭.আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় - ২ টি।
৪৮.সিভিল সার্ভিসের ক্যাডার- ২৭ টি।
৪৯.নিরক্ষর মুক্ত জেলা - ৭ টি।
৫০.শিক্ষাস্তর - ৪ টি।
৫১.পরমাণু চিকিৎসা কেন্দ্র - ১৫ টি।
৫২.আবাদযোগ্য জমি - ২ কোটি একর।
৫৩.চা বাগান- ১৬৬ টি। ( সর্বোচ্চ মৌলভিবাজারে, ৯২ টি)
৫৪.বসবাসকারী উপজাতি - ৪৮ টি।
৫৫.পার্বত্য চট্রগ্রামে বসবাসকারী উপজাতি - ১২ টি।
৫৬.জীবিত সেক্টর কমান্ডার - ৪ জন।
৫৭.উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট - ৪ টি।
৫৮.ইন্টারনেট ব্যবহারকারী - ৬.৬৭ কোটি।(জানুয়ারি, ২০১৭ পর্যন্ত)
৫৯.মোবাইল ব্যবহারকারী - ১২.৮ কোটি। (জানুয়ারি, ২০১৭ পর্যন্ত)
৬০.স্থল বন্দর - ২৩ টি। (সর্বশেষ - বাল্লা, সিলেট)
৬১.হাতির সংখ্যা ২০০ টি ও বাঘের সংখ্যা ১০৬ টি
৬২.অনুমোদনপ্রাপ্ত স্যাটেলাইট টিভি চ্যানেল - ৪১ টি। (সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে ২৬ টি)
৬৩.গ্যাসক্ষেত্র - ২৭ টি। (সর্বশেষ মোবারকপুর, পাবনা)
No comments:
Post a Comment