আমার এই সাইটে আপনারা পাবেন সকল ধরনের Online income এর বাংলা এবং ইংরেজি audio, video and pdf Tutorial যাহা দ্বারা আপনি শতভাগ উপকৃত হবেন।

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, August 4, 2018

বাংলাদেশ পরিচিতি


বাংলাদেশ পরিচিতি
১.বিভাগ - ৮ টি, জেলা- ৬৪ টি।
২.সিটি কর্পোরেশন- ১২টি। সর্বশেষ ময়মনসিংহ।
৩.থানা- ৬৩৯ টি। সর্বশেষ থানা মাধবদী, নরসিংদী ও মহিপুর, পটুয়াখালী।
৪.উপজেলা - ৪৯১ টি। সর্বশেষ ও ৪৯১ তম উপজেলা কুমিল্লার লালমাই।(অনুমোদনঃ ৯ জানুয়ারি, ২০১৭)
৫.পৌরসভা - ৩২৭ টি। সর্বশেষ ও ৩২৭ তম পৌরসভা চট্রগ্রামের দোহাজারি। (অনুমোদনঃ ৯ জানুয়ারি, ২০১৭)
৬.ইউনিয়ন - ৪৫৬২ টি।
৭.গ্রাম- ৮৭৩৭২ টি।
৮.জনসংখ্যা- ১৫.৮৯ কোটি ও বৃদ্ধির হার ১.৩৭%।
৯.জনসংখ্যার ঘনত্ব- ১০৭৭ জন।
১০.পুরুষ মহিলা অনুপাত - ১০০.৩ : ১০০।
১১.জন্মহার- ১৮.৮ জন ও মৃত্যুহার- ৫.১ জন। (প্রতি হাজারে)
১২.শিশু মৃত্যুহার- ২৯ জন। ( প্রতি হাজারে)
১৩.গড় আয়ু- ৭০.৯ বছর। (পুরুষ ৬৯.৪০ ও মহিলা ৭২.৩)
১৪.স্বাক্ষরতার হার - ৬৩.৬%। (পুরুষ ৬৫.৬% ও মহিলা ৬১.৬%)
১৫.মাথাপিছু আয়- ১৬০২ মার্কিন ডলার।
১৬.মাথাপিছু বৈদেশিক ঋণ - ১৬৯ মার্কিন ডলার।
১৭.জিডিপি প্রবৃদ্ধি- ৭.২৪।
১৮.দরিদ্রতার হার - ৩১.৫০%।
১৯.আন্তর্জাতিক অনুদান নির্ভরতা- ২%।
২০.শ্রমশক্তি - ৬.১০ কোটি। (পুরুষ ৪.৩ ও নারী ১.৮ কোটি)
২১.VAT এর হার- ১৫%।
২২.পাটকল- ২৭ টি। (চালু আছে ১৮ টি)
২৩.সরকারি বস্ত্রকল- ১৮ টি।
২৪.চিনিকল- ১৫ টি।
২৬.সার কারখানা -১৫ টি, সরকারি ৮ টি।
২৭.সিমেন্ট কারখানা- ১৪ টি। (সরকারি ৫ টি)
২৮.জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা- ৩ টি।
২৯.অস্ত্র কারখানা - ১ টি।
৩০সরকারি ইপিজেড- ৮ টি।
৩১.নদী বন্দর - ৩০ টি।
৩২.সমুদ্রবন্দর - ৩ টি। সর্বশেষ সমুদবন্দর পায়রা, পটুয়াখালী।
৩৩.নিবন্ধিত গার্মেন্টস - ৭৫০০ (প্রায়)
৩৪.বাংলাদেশ ব্যাংকের শাখা - ১০ টি। সর্বশেষ শাখা ময়মনসিংহে।
৩৫.মন্ত্রিসভার সদস্য- ৫১ জন। (পূর্ণমন্ত্রী ৩১ জন, প্রতিমন্ত্রী ১৮ জন ও উপমন্ত্রী ২ জন)
৩৬.মন্ত্রিসভায় নারী সদস্য - ৫ জন।
৩৭.মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী- ৩ জন।
৩৮.নিবন্ধিত রাজনৈতিক দল- ৪১ টি। (সর্বশেষ নিবন্ধিত দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট)
৩৯.মোট ব্যাংক - ৫৮ টি। (রাষ্টীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ৬ টি, বিশেষায়িত ব্যাংক ৩ টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৩৯ টি ও বৈদেশিক ব্যাংক ৯টি)
৪০.ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান - ৩৪ টি।
৪১.সরকারি বিমা প্রতিষ্ঠান - ২ টি।
৪২.কাগুজে নোট - ৯ টি।
৪৩.ব্যাংক নোট- ৫ টি।
৪৪.জাতীয় সংসদে স্থায়ী কমিটি - ৫০ টি। (মন্ত্রণালয় সংক্রান্ত ৩৯ টি ও সংসদ সম্পর্কিত ১১ টি)
৪৫.শিক্ষা বোর্ড - ১১ টি। সর্বশেষ শিক্ষা বোর্ড ময়মনসিংহ শিক্ষা বোর্ড। (অনুমোদনঃ ১২ জানুয়ারি, ২০১৭)
৪৬.সরকারি বিশ্ববিদ্যালয় - ৪০ টি। (সর্বশেষ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, সিরাজগঞ্জ )
৪৭.আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় - ২ টি।
৪৮.সিভিল সার্ভিসের ক্যাডার- ২৭ টি।
৪৯.নিরক্ষর মুক্ত জেলা - ৭ টি।
৫০.শিক্ষাস্তর - ৪ টি।
৫১.পরমাণু চিকিৎসা কেন্দ্র - ১৫ টি।
৫২.আবাদযোগ্য জমি - ২ কোটি একর।
৫৩.চা বাগান- ১৬৬ টি। ( সর্বোচ্চ মৌলভিবাজারে, ৯২ টি)
৫৪.বসবাসকারী উপজাতি - ৪৮ টি।
৫৫.পার্বত্য চট্রগ্রামে বসবাসকারী উপজাতি - ১২ টি।
৫৬.জীবিত সেক্টর কমান্ডার - ৪ জন।
৫৭.উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট - ৪ টি।
৫৮.ইন্টারনেট ব্যবহারকারী - ৬.৬৭ কোটি।(জানুয়ারি, ২০১৭ পর্যন্ত)
৫৯.মোবাইল ব্যবহারকারী - ১২.৮ কোটি। (জানুয়ারি, ২০১৭ পর্যন্ত)
৬০.স্থল বন্দর - ২৩ টি। (সর্বশেষ - বাল্লা, সিলেট)
৬১.হাতির সংখ্যা ২০০ টি ও বাঘের সংখ্যা ১০৬ টি
৬২.অনুমোদনপ্রাপ্ত স্যাটেলাইট টিভি চ্যানেল - ৪১ টি। (সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে ২৬ টি)
৬৩.গ্যাসক্ষেত্র - ২৭ টি। (সর্বশেষ মোবারকপুর, পাবনা)

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages