১. চন্দনা চরিত্রের সুষ্টা কে?
উত্তর ঃ রবীন্দ্রনাথ ঠাকুর(শাস্তি গল্পের চরিত্র)
২. ‘র্পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর ঃ সঞ্জয় ভট্টাচার্য(১৯৯২ সালে প্রকাশিত হয়)
৩. কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন ?
উত্তরঃ রামরাম বসু (অন্যান্যরা হলেন মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার, গোলকনাথ, শর্মা, রাজীবলোচন মুখোপাধ্যায়, হরপ্রসাদ রায়, চন্ডীচরণ মুন্শি প্রমূখ)
৪. কত সালে মেঘনাদবধ কাব্য প্রথম প্রকাশিত হয়?
উত্তর ঃ ১৮৬১ সালে।
৫. কোনটি শুদ্ধ বানান?
উত্তর ঃ স্বায়ত্বশাসন
৬. গিন্নি কো শ্রেণীর শব্দ ?
উত্তর ঃ অর্ধ-তৎসম।
৭. শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
উত্তর ঃ শ্রৎ+ √ধা+অ+আ
৮. পুষ্পসৌরভ কোন সমাসের উদাহরণ ?
উত্তর ঃ তৎপুরুষ
৯. সূর্য শব্দের সমর্থক শব্দ কোনটি?
উত্তর ঃ অর্ক
১০. হ্ম যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে ?
উত্তর ঃ হ্+ম
১১. সদ্যোজাত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ সদ্যঃ+জাত
১২. ব্যক্ত শব্দের বিপরীতার্থ শব্দ কোনটি?
উত্তরঃ গূঢ়
১৩. বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
উত্তর ঃ মোড়ক
১৪ . কোনটি সার্থক বাক্যের গুণ নয়?
উত্তর ঃ আসক্তি
১৫. গঠনরীতিতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মূলত...........
উত্তর ঃ নাটগীতি
১৬. সন্ধ্যাভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?
উত্তরঃ চর্যাপদ
১৭. দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের মানুষ ছিলেন?
উত্তর ঃ চট্টগ্রাম
১৮. চন্দ্রাবতী কি?
উত্তরঃ কাব্য
১৯. বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন?
উত্তরঃ মিথিলা
২০. কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?
উত্তর ঃআত্মচরিত
২১. রোকেয়া সাখাওয়াত হোসেনের মুতিচুর কোন ধরনের রচনা?
উত্তরঃ প্রবন্ধ
২২. কোনটি জসীমউদ্দীনের রচনা ?
উত্তরঃ ঠাকুর বাড়ির আঙিনায়
২৩. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
উত্তরঃ ত্রিভুজ
২৪. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
উত্তর ঃ একত্রিত
২৫. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?
উত্তরঃ ৭টি।
২৬. বাবা কোন ভাষা থেকে আগত শব্দ?
উত্তরঃ তুর্কি
২৭. দীনবন্ধু মিত্রের নীলদর্পন নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
উত্তরঃ ঢাকা
২৮. মুক্তিযুদ্ধের পটভুমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর ঃ বন্দী শিবির থেকে
২৯. কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি?
উত্তর ঃ প্রলয়োল্লাস
৩০. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
উত্তরঃ শেষলেখা
৩১. নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে?
উত্তর ঃ হুমায়ুন কবির
৩২. বীরবল কার ছদ্মনাম?
উত্তর ঃ প্রমথ চৌধুরী
৩৩. মুনীর চৌধুরীর মুখরা রমনী বশীকরণ একটি.......
উত্তর ঃ অনুবাদ নাটক
৩৪. কোনটি বাগধারা বোঝায়?
উত্তর ঃ শিরে-সংক্রান্তি (অর্থ=আসন্ন বিপদ)
৩৫. কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভুমি ছিল.........
উত্তর ঃ তৃতীয় পানি পথের যুদ্ধ
৩৬. প্রদীপ নিবিয়া গেল এ বিখ্যাত বর্ণনা কো উপন্যাসের?
উত্তর ঃ বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ ও কপালকুন্ডলা উপন্যাসে
৩৭. মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে কার উক্তি?
উত্তর ঃ মীর মশাররফ হোসেনের
৩৮. ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি?
উত্তর ঃ হাসান হাফিজুর রহমান (একুশে ফেব্রয়ারী)
৩৯. শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি রস বলে?
উত্তর ঃ মধুর রস (মোট পাঁচটি-শান্ত, দাস্য, সখ্য, বাংসল্য এবং মধুর)
৪০. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি?
উত্তর ঃBuddhist Mystic Songs
৪১. পূর্ববঙ্গ গীতিক’র লোকপালা সমূহের সংগ্রাহক কে?
উত্তর ঃ চন্দ্রকুমার দে ও দীনেশচন্দ্র সেন
৪২. শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-
উত্তর ঃ রামপ্রসান সেন
৪৩. অলৌকিক ইস্টিমার গ্রন্থের রচয়িতা কে?
উত্তর ঃ হুমায়ুন আজাদ
৪৪. Custom শব্দের পরিভাষা কোনটি যর্থার্থ?
উত্তর ঃ প্রথা
৪৫. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় কালাপাহাড় কে স্মরণ করেছেন কেন?
উত্তর ঃ প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
৪৬. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?
উত্তর ঃ দ্বিতীয় ও তৃতীয় বর্ণ
৪৭. কদাকার শব্দিটি কোন উপসর্গ যোগে গঠিত?
উত্তর ঃ দেশি উপসর্গ যোগে
৪৮. মুক্তাক্ষর এক মাত্রা এবং বন্ধাক্ষর ও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
উত্তর ঃ স্বরবৃত্ত
৪৯. নিচের কোনটি অশুদ্ধ?
উত্তর ঃ দোষী-নির্দোষী
৫০. কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি?
উত্তর ঃ দীনেশরঞ্জন দাশ
৫১. আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি রবীন্দ্রনাথের এ গানে নিছনি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর ঃ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
৫২. ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম কে বলেছেন?
উত্তর ঃ মোতাহের হোসেন চৌধুরী
৫৩. চর্যাচর্যবিনিশ্চয় এর অর্থ কি?
উত্তর ঃ কোনটি আচরণীয়, আর কোটি নয়
৫৪. গোরক্ষবিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
উত্তর ঃ নাথধর্ম
৫৫. মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক ্ গ্রন্থের নাম কি?
উত্তর ঃ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
৫৬. জলে-স্থলে কী সমাজ?
উত্তর ঃ অলুক দ্বন্দ্ব
৫৭. ঔ কোন ধরনের স্বরধ্বনি?
উত্তর ঃ যোগিক স্বরধ্বনি
৫৮. বিস্ময়াপন্না সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তর ঃবিস্ময়কে আপন্ন
৫৯. নিচের কোন বনানাগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
উত্তর ঃ নিক্কণ. সূচগ্র. অনুর্ধ্ব
৬০. কোন বাক্য টি শুদ্ধ?
উত্তর ঃ তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
৬১. Ode কী?
উত্তর ঃ কোরাসগান
৬২. বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে?
উত্তর ঃ সেলিম আল দীন (১৯৮১-৮২)
৬৩. সমভিব্যাহারে শব্দটির অর্থ কী?
উত্তর ঃ একযোগে
৬৪. রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে?
উত্তর ঃ ১৯১০(নোবেল পান ১০নভেম্বর, ১৯১৩)
৬৫. আসাদের শার্ট কবিতার লেখক কে?
উত্তর ঃ শামসুর রহমান
৬৬. কোনটি মৌলিক শব্দ?
উত্তর ঃ গোলাম
৬৭. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লার লেখা?
উত্তর ঃ বাংলা সাহিত্যের কথা
৬৮. রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা-
উত্তর ঃ রামরাম বসু(প্রথম মৌলিক গ্রন্থ)
৬৯. ইয়ংবেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রুপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
উত্তর ঃ জ্ঞানান্বেষণ
৭০. হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম-
উত্তর ঃ গ্রামবার্তা প্রকাশিকা
৭১. নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি?
উত্তর ঃ শুভেচ্ছা
৭২. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
উত্তর ঃ জনশ্রুতি ও অনমনীয়
৭৩. নিচের কোনটি বিশেষ্য পদ?
উত্তর ঃ গাম্ভীর্য
৭৪. নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে ণ এর ব্যবহার হয়েছে?
উত্তর ঃ প্রবণ
৭৫. মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিকে নেতিবাচক বাক্যে রুপান্ত করলে হয়-
উত্তর ঃ মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
৭৬. বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
উত্তর ঃ বন্+ধন্
৭৭. Null and Void এর বাংলা পরিভাষা কি?
উত্তর ঃ বাতিল
৭৮. হেড-মৌলভী কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে?
উত্তর ঃ ইংরেজি + ফারসি
৭৯. রবীন্দ এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উত্তর ঃ রবি + ইন্দ্র
৮০. এ যে আমাদের চেনা লোক াক্যে চেনা কোন পদ?
উত্তর ঃ বিশেষণ
৮১. প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ-
উত্তর ঃ উৎকর্ষ
৮২. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?
উত্তর ঃ বীরাঙ্গনা
৮৩. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
উত্তর ঃ কুহেলিকা
৮৪. একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?
উত্তর ঃ সোনার তরী
উত্তর ঃ রবীন্দ্রনাথ ঠাকুর(শাস্তি গল্পের চরিত্র)
২. ‘র্পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তর ঃ সঞ্জয় ভট্টাচার্য(১৯৯২ সালে প্রকাশিত হয়)
৩. কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন ?
উত্তরঃ রামরাম বসু (অন্যান্যরা হলেন মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার, গোলকনাথ, শর্মা, রাজীবলোচন মুখোপাধ্যায়, হরপ্রসাদ রায়, চন্ডীচরণ মুন্শি প্রমূখ)
৪. কত সালে মেঘনাদবধ কাব্য প্রথম প্রকাশিত হয়?
উত্তর ঃ ১৮৬১ সালে।
৫. কোনটি শুদ্ধ বানান?
উত্তর ঃ স্বায়ত্বশাসন
৬. গিন্নি কো শ্রেণীর শব্দ ?
উত্তর ঃ অর্ধ-তৎসম।
৭. শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
উত্তর ঃ শ্রৎ+ √ধা+অ+আ
৮. পুষ্পসৌরভ কোন সমাসের উদাহরণ ?
উত্তর ঃ তৎপুরুষ
৯. সূর্য শব্দের সমর্থক শব্দ কোনটি?
উত্তর ঃ অর্ক
১০. হ্ম যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে ?
উত্তর ঃ হ্+ম
১১. সদ্যোজাত শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ সদ্যঃ+জাত
১২. ব্যক্ত শব্দের বিপরীতার্থ শব্দ কোনটি?
উত্তরঃ গূঢ়
১৩. বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
উত্তর ঃ মোড়ক
১৪ . কোনটি সার্থক বাক্যের গুণ নয়?
উত্তর ঃ আসক্তি
১৫. গঠনরীতিতে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য মূলত...........
উত্তর ঃ নাটগীতি
১৬. সন্ধ্যাভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত?
উত্তরঃ চর্যাপদ
১৭. দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের মানুষ ছিলেন?
উত্তর ঃ চট্টগ্রাম
১৮. চন্দ্রাবতী কি?
উত্তরঃ কাব্য
১৯. বিদ্যাপতি কোন রাজসভার কবি ছিলেন?
উত্তরঃ মিথিলা
২০. কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?
উত্তর ঃআত্মচরিত
২১. রোকেয়া সাখাওয়াত হোসেনের মুতিচুর কোন ধরনের রচনা?
উত্তরঃ প্রবন্ধ
২২. কোনটি জসীমউদ্দীনের রচনা ?
উত্তরঃ ঠাকুর বাড়ির আঙিনায়
২৩. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
উত্তরঃ ত্রিভুজ
২৪. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
উত্তর ঃ একত্রিত
২৫. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?
উত্তরঃ ৭টি।
২৬. বাবা কোন ভাষা থেকে আগত শব্দ?
উত্তরঃ তুর্কি
২৭. দীনবন্ধু মিত্রের নীলদর্পন নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
উত্তরঃ ঢাকা
২৮. মুক্তিযুদ্ধের পটভুমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর ঃ বন্দী শিবির থেকে
২৯. কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি?
উত্তর ঃ প্রলয়োল্লাস
৩০. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
উত্তরঃ শেষলেখা
৩১. নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে?
উত্তর ঃ হুমায়ুন কবির
৩২. বীরবল কার ছদ্মনাম?
উত্তর ঃ প্রমথ চৌধুরী
৩৩. মুনীর চৌধুরীর মুখরা রমনী বশীকরণ একটি.......
উত্তর ঃ অনুবাদ নাটক
৩৪. কোনটি বাগধারা বোঝায়?
উত্তর ঃ শিরে-সংক্রান্তি (অর্থ=আসন্ন বিপদ)
৩৫. কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভুমি ছিল.........
উত্তর ঃ তৃতীয় পানি পথের যুদ্ধ
৩৬. প্রদীপ নিবিয়া গেল এ বিখ্যাত বর্ণনা কো উপন্যাসের?
উত্তর ঃ বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ ও কপালকুন্ডলা উপন্যাসে
৩৭. মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে কার উক্তি?
উত্তর ঃ মীর মশাররফ হোসেনের
৩৮. ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কি?
উত্তর ঃ হাসান হাফিজুর রহমান (একুশে ফেব্রয়ারী)
৩৯. শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি রস বলে?
উত্তর ঃ মধুর রস (মোট পাঁচটি-শান্ত, দাস্য, সখ্য, বাংসল্য এবং মধুর)
৪০. ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি?
উত্তর ঃBuddhist Mystic Songs
৪১. পূর্ববঙ্গ গীতিক’র লোকপালা সমূহের সংগ্রাহক কে?
উত্তর ঃ চন্দ্রকুমার দে ও দীনেশচন্দ্র সেন
৪২. শাক্ত পদাবলির জন্য বিখ্যাত-
উত্তর ঃ রামপ্রসান সেন
৪৩. অলৌকিক ইস্টিমার গ্রন্থের রচয়িতা কে?
উত্তর ঃ হুমায়ুন আজাদ
৪৪. Custom শব্দের পরিভাষা কোনটি যর্থার্থ?
উত্তর ঃ প্রথা
৪৫. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় কালাপাহাড় কে স্মরণ করেছেন কেন?
উত্তর ঃ প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
৪৬. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি?
উত্তর ঃ দ্বিতীয় ও তৃতীয় বর্ণ
৪৭. কদাকার শব্দিটি কোন উপসর্গ যোগে গঠিত?
উত্তর ঃ দেশি উপসর্গ যোগে
৪৮. মুক্তাক্ষর এক মাত্রা এবং বন্ধাক্ষর ও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
উত্তর ঃ স্বরবৃত্ত
৪৯. নিচের কোনটি অশুদ্ধ?
উত্তর ঃ দোষী-নির্দোষী
৫০. কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি?
উত্তর ঃ দীনেশরঞ্জন দাশ
৫১. আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি রবীন্দ্রনাথের এ গানে নিছনি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর ঃ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
৫২. ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম কে বলেছেন?
উত্তর ঃ মোতাহের হোসেন চৌধুরী
৫৩. চর্যাচর্যবিনিশ্চয় এর অর্থ কি?
উত্তর ঃ কোনটি আচরণীয়, আর কোটি নয়
৫৪. গোরক্ষবিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
উত্তর ঃ নাথধর্ম
৫৫. মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক ্ গ্রন্থের নাম কি?
উত্তর ঃ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
৫৬. জলে-স্থলে কী সমাজ?
উত্তর ঃ অলুক দ্বন্দ্ব
৫৭. ঔ কোন ধরনের স্বরধ্বনি?
উত্তর ঃ যোগিক স্বরধ্বনি
৫৮. বিস্ময়াপন্না সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তর ঃবিস্ময়কে আপন্ন
৫৯. নিচের কোন বনানাগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
উত্তর ঃ নিক্কণ. সূচগ্র. অনুর্ধ্ব
৬০. কোন বাক্য টি শুদ্ধ?
উত্তর ঃ তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
৬১. Ode কী?
উত্তর ঃ কোরাসগান
৬২. বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে?
উত্তর ঃ সেলিম আল দীন (১৯৮১-৮২)
৬৩. সমভিব্যাহারে শব্দটির অর্থ কী?
উত্তর ঃ একযোগে
৬৪. রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সালে?
উত্তর ঃ ১৯১০(নোবেল পান ১০নভেম্বর, ১৯১৩)
৬৫. আসাদের শার্ট কবিতার লেখক কে?
উত্তর ঃ শামসুর রহমান
৬৬. কোনটি মৌলিক শব্দ?
উত্তর ঃ গোলাম
৬৭. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লার লেখা?
উত্তর ঃ বাংলা সাহিত্যের কথা
৬৮. রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা-
উত্তর ঃ রামরাম বসু(প্রথম মৌলিক গ্রন্থ)
৬৯. ইয়ংবেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রুপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
উত্তর ঃ জ্ঞানান্বেষণ
৭০. হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম-
উত্তর ঃ গ্রামবার্তা প্রকাশিকা
৭১. নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি?
উত্তর ঃ শুভেচ্ছা
৭২. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
উত্তর ঃ জনশ্রুতি ও অনমনীয়
৭৩. নিচের কোনটি বিশেষ্য পদ?
উত্তর ঃ গাম্ভীর্য
৭৪. নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে ণ এর ব্যবহার হয়েছে?
উত্তর ঃ প্রবণ
৭৫. মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিকে নেতিবাচক বাক্যে রুপান্ত করলে হয়-
উত্তর ঃ মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না
৭৬. বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
উত্তর ঃ বন্+ধন্
৭৭. Null and Void এর বাংলা পরিভাষা কি?
উত্তর ঃ বাতিল
৭৮. হেড-মৌলভী কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে?
উত্তর ঃ ইংরেজি + ফারসি
৭৯. রবীন্দ এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
উত্তর ঃ রবি + ইন্দ্র
৮০. এ যে আমাদের চেনা লোক াক্যে চেনা কোন পদ?
উত্তর ঃ বিশেষণ
৮১. প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ-
উত্তর ঃ উৎকর্ষ
৮২. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?
উত্তর ঃ বীরাঙ্গনা
৮৩. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?
উত্তর ঃ কুহেলিকা
৮৪. একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?
উত্তর ঃ সোনার তরী
No comments:
Post a Comment