আমার এই সাইটে আপনারা পাবেন সকল ধরনের Online income এর বাংলা এবং ইংরেজি audio, video and pdf Tutorial যাহা দ্বারা আপনি শতভাগ উপকৃত হবেন।

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, June 27, 2018

📗 জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? উত্তরঃ আন্তোনিও গুতেরেস। দায়িত্বগ্রহন : ১ জানুয়ারি ২০১৭, দেশ : পর্তুগাল, ক্রম: নবম।
📗 সার্কের বর্তমান মহাসচিব কে? উত্তরঃ আমজাদ হোসেন সিয়াল, পাকিস্থান।
📗 বর্তমানে তেল উত্তোলনে শীর্ষ দেশ কোনটি? উত্তরঃ রাশিয়া।
📗 সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? উত্তর : পটুয়াখালী।
📗 প্রশ্ন : আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত? উত্তর : ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।
📗 প্রশ্ন : বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? উত্তর : নাজমুন আরা সুলতানা।
 📗 প্রশ্ন : ‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত? উত্তর : বাংলা একাডেমী প্রাঙ্গণে।
📗 প্রশ্ন : ভিনসেন্ট ভ্যানগগ কে ছিলেন? উত্তর : চিত্রকর (নেদারল্যান্ড)
📗 প্রশ্ন : ‘স্ট্যাচু অফ লিবার্টি’ কোথায় অবস্থিত? উত্তর : নিউইয়র্ক।
📗 প্রশ্ন : ‘আজাদ প্রাসাদ’ কোথায় অবস্থিত? উত্তর : পর্তুগালের লিসবনে।
📗 প্রশ্ন : বসফরাস প্রণালি কাকে কাকে পৃথক করেছে? উত্তর : এশিয়া ও ইউরোপকে।
📗 প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম খাল কোনটি? উত্তর : গ্রান্ডখাল (চীন)।
 📗 প্রশ্ন : মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর : নওয়াব আবদুল লতিফ।
📗 প্রশ্ন : বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত? উত্তর : মৌলভীবাজার।
📗 প্রশ্ন : রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? উত্তর : জাতীয় সংসদের স্পিকার।
📗প্রশ্ন : বাংলাদেশের শিশু আইন প্রণীত হয়? উত্তর : ১৯৭৪ সালে।
📗 প্রশ্ন : আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা? উত্তর : পার্বত্য রাঙামাটি।
📗 প্রশ্ন : বাঙালি ও যমুনা নদীর সংযোগ হয়েছে? উত্তর : বগুড়ায়।
 📗 প্রশ্ন : স্টেট ডুমা কোন দেশের আইন সভা? উত্তর : রাশিয়া।
📗 প্রশ্ন : রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়? উত্তর : কক্সবাজার জেলায়।
📗 প্রশ্ন : ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল? উত্তর : নেদারল্যান্ডস।
📗 প্রশ্ন : কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল? উত্তর : ১৯৯৭ সালে।
📗 প্রশ্ন : ‘গ্রেট মস্ক অব জেনি’ কোন মহাদেশে অবস্থিত? উত্তর : এশিয়া।
📗 প্রশ্ন : বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী? উত্তর : উত্তরাধিকার।
📗 প্রশ্ন : বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি? উত্তর : কুতুবদিয়া।
📗 প্রশ্ন : ‘রূপসী বাংলাদেশ’ কোন এলাকাকে ঘোষণা দেয়া হয়েছে? উত্তর : সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।
 📗 প্রশ্ন : বাংলা মুদ্রাক্ষরের জনক কে? উত্তর : চার্লস উইলকিনস।
 📗 প্রশ্ন : ‘জীবন তরী’ কী? উত্তর : একটি ভাসমান হাসপাতাল।
📗 বর্তমানে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? উত্তরঃ জাপান
📗 টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসের মালিক কে? উত্তরঃ সাকিব আল হাসান। (২১৭ রান)
📗 প্রধানমন্ত্রীর ভারত সফরে কতটি চুক্তি ও সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়? উত্তরঃ চুক্তি ১১ টি ও সমঝোতা ২৪ টি।
📗 প্রধানমন্ত্রীর ভুটান সফরে কয়টি চুক্তি ও সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়? উত্তরঃ ৩ টি চুক্তি ও ৪ টি সমঝোতা।
📗 ২০১৭ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? উত্তরঃ ১২৮ তম।
📗 মানব উন্নয়ন সূচকে বর্তমানে (২০১৬) বাংলাদেশের অবস্থান কততম? উত্তরঃ ১৩৯ তম।
📗 মানব উন্নয়ন সূচকে শীর্ষ ও সর্বনিম্ম দেশের নাম কী কী? উত্তরঃ শীর্ষ নরওয়ে, সর্বনিম্ম মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 📗 সিলেটের আতিয়া মহলে পরিচালিত জঙ্গিবিরোধী অভিযানের নাম কী? উত্তরঃ অপারেশন টোয়াইলাইট। শুরু হয় ২৫ শে মার্চ।
📗 ২০১৭ সালে কতজনকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়? উত্তরঃ ১৫ জন বিশিষ্ট ব্যাক্তিকে ও একটি প্রতিষ্ঠান বিমান বাহিনীকে।
📗 বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে শপথ গ্রহন করেন? উত্তরঃ ২০ জানুয়ারি ২০১৭। যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট। (নির্বাচন অনুষ্ঠিত হয় ৮ নভেম্বর ২০১৭)
📗 যক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী যথাক্রমে কে কে? উত্তরঃ মাইক পেন্স, রেক্স টিলারসন ও জেমস ম্যাটিস।
📗 কসোভোকে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি দেয় কবে? উত্তরঃ ২৭ ফেব্রুয়ারি ২০১৭।
📗 বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? উত্তরঃ কে এম নূরুল হুদা। (১২ তম), শপথ ও দায়িত্ব গ্রহন করেন : ১৫ ফেব্রুয়ারি ২০১৭।
📗 দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কে? উত্তরঃ বেগম কবিতা খানম। শপথ ও দায়িত্ব গ্রহন করেন : ১৫ ফেব্রুয়ারি ২০১৭।
📗 বাংলাদেশের বর্তমান অর্থসচিবের নাম কী? উত্তরঃ হেদায়েতুল্লাহ আল মামুন।
📗 বাংলাদেশ নৌবাহিনীতে সম্প্রতি সংযোজিত দুটি সাবমেরিনে নাম কী কী? উত্তরঃ বানৌজা নবযাত্রা ও বানৌজা জয়যাত্র। সংযোজিত হয় ১২ মার্চ ২০১৭ সালে ৪১ তম দেশ হিসেবে।
📗 প্রথমবারের মত বাংলাদেশের জাতীয় ‘গণহত্যা দিবস’ পালিত হয় কবে? উত্তরঃ ২৫ শে মার্চ। (জাতীয় সংসদে প্রস্তাব গৃহীত হয় ১১ মার্চ আর অনুমোদিত হয় ২০ মার্চ)
📗 বাংলাদেশের শততম টেস্ট কখন,কেথায় ও কোন দেশের বিরুদ্ধে অনুষ্ঠিত হয়? উত্তরঃ ১৫ থেকে ১৯ মার্চ, পি সারা ওভাল স্টেডিয়াম, শ্রীলঙ্কার বিরুদ্ধে।
📗 জার্মানির বর্তমান প্রেসিডেন্টের নাম কী? উত্তরঃ ফ্রাংক ওয়াল্টার স্টেইনমিয়া।
📗 তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বাংলাদেশের সমুদ্রসীমাকে কতটি ব্লকে ভাগ করা হয়েছে? উত্তরঃ ২৬ টি ব্লকে।
📗 জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কবে অনুষ্ঠিত হয়? উত্তরঃ ১৭ জানুয়ারি ২০১৭। .
📗 “আন্তর্জাতিক নারী সাহসিকতা পুরস্কার” অর্জনকারী বাংলাদেশীর নাম কী? উত্তরঃ সারমিন আক্তার (ঝালকাঠী)।
📗 বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কত? উত্তরঃ ৪৯১। (সর্বশেষ : লালমাই, কুমিল্লা)
📗 বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা কত? উত্তরঃ ৩২৭। (সর্বশেষ : চন্দনাইশ, চট্টগ্রাম)
📗 দেশের সর্বশেষ ২৭ তম গ্যাসক্ষেত্রের নাম কী? উত্তরঃ মোবারকপুর গ্যাসক্ষেত্র। (সুজানগর, পাবনা)
📗 বিশ্বে বাংলা ভাষার অবস্থান কততম? উত্তরঃ ৬ ষ্ঠ।
📗 বঙ্গবন্ধুর আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থের নাম কী? উত্তরঃ কারাগারের রোজনামচা।।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages