আমার এই সাইটে আপনারা পাবেন সকল ধরনের Online income এর বাংলা এবং ইংরেজি audio, video and pdf Tutorial যাহা দ্বারা আপনি শতভাগ উপকৃত হবেন।

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 24, 2018

১. ১-৫ তমদের তথ্য সংগ্রহের সময় এ মাসের ৩০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে কেউ তথ্য না দিলে সে মেধাতালিকায় স্থান পাবে না।
২. ১৪ তমদের ভাইভা অাজ থেকে শুরু হয়েছে। ৩৪ বছরের বেশি কাউকে NTRCA উত্তীর্ণ করার সম্ভাবনা কম।
৩. বয়স ১-১৪ তম সবার জন্য। যে নীতিমালা শিক্ষমন্ত্রণালয় ইতোমধ্যে জারি করেছে। এই নীতিমালা সংশোধন কিংবা পরিমার্জন করার এখতিয়ার ntrca এর নেই।
৪. নিয়োগের জন্য পাবলিক সার্কুলারের পূর্বে ntrca রায়ের ৭ বাক্যের অালোকে অাবেদন চাইবে এবং নীতিমালা প্রকাশ করবে। যেটিতে ৩৫ বছর উল্লেখ থাকবে।
৫. চাকুরীর জন্য একাধিক প্রতিষ্ঠানে অাবেদন করতে পারবেন। বি সি এস অালোকে প্রার্থী বাছাই করবে। তবে প্রতিষ্ঠানওয়ারী টাকা লাগবে কি না জানা যায়নি।
৬.রিটকারীদের অতিরিক্ত কোন সুবিধা নেই।
৭. ntrca এর কিছু কর্মকর্তা ধাপে ধাপে বিভাগওয়ারী নিয়োগে চিন্তাভাবনা/ প্রস্তাবনা করছে। তবে এ ব্যপারটি কনফার্ম নয়।
৮. NTRCA ৭ বাক্যের এক চুল হেরফের করবে না।
৯. ৩০ জুনের পর যেকোন সময় ntrca মেধাতালিকা প্রকাশ করবে।
১০. মেধাতালিকা প্রকাশের পর শূণ্য পদ সংগ্রহ করবে । তারপর নিয়োগে জন্য পাবলিক সার্কুলার দিবে।
১১. অাইন অনুযায়ী ১-১৩ তমদের মেধাতালিকা প্রকাশ করবে।
.. collected from the ntrca..
** এগুলোর বাইরে কিছুই হবে না**
।।সকলকে ধন্যবাদ।।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages